Pages

Tuesday, 27 August 2019

নাস্তিক জঙ্গি ও সন্ত্রাসী থেকে সাবধান

নাস্তিকদের ‘সন্ত্রাসী’ উপাধি দেয়া হোকঃ
**************************************
কোথায় আজ নাস্তিক ও দালাল মিডিয়া???
****************************************
আমেরিকার_টেক্সাস_অঙ্গরাজ্যে_একটি_খ্রিস্টান চার্চে গুলির ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে, আততায়ী হিসেবে কোন মুসলিম নামধারী সনাক্ত হয় নাই, হয়েছে এক নাস্তিক। খুনির নাম ডেভিন পেট্রিক কেলি। ডেভিন পেট্রিক কেলি মার্কিন বিমান বাহিনীর সাবেক সদস্য। সে ‘আন্তিফা’ নামক বামপন্থী দলের সদস্য।

হামলাকারি নাস্তিক বলে এখন আর তথাকথিত দালাল মিডিয়া তাকে জংগি সন্ত্রাসী বলে নিউজ শিরনাম করছেনা। গতকাল পর্যন্ত শুনা গেছে একজন শ্বেতাঙ্গ বন্দুকধারী!! আর আজ পূর্বানুমান অনুযায়ী ঘোষিত হল--
"অভিযুক্ত ব্যাক্তি মানসিক রোগী ছিল"!!!

ছি ছি ছি!! এই লজ্জা রাখি কোথায়?
অমুসলমান হলেই মানসিক রোগী!! এই কাজের জন্য শুধু মাত্র তার মানসিক রোগ দায়ী!! তার দেশ বা ধর্ম দায়ী নয়!!
আর মুসলমান হলেই জঙ্গি!! তার অপরাধের জন্য পুরা মুসলমান জনগোষ্ঠী দায়ী!!
আফসোস!! এরপরেও ওরা নিজেদের সভ্য বলে!! দালাল মিডিয়ার দালালি দেখে এখন আর অবাক হইনা!!

শুধু একটা প্রশ্ন করতে চাই!!

মুসলমানরা সন্ত্রাস করে কেন?
আমি সন্ত্রাসকে কোন ভাবেই সমর্থন করিনা!! ইসলাম ও সমর্থন করেনা!!
আল্লাহ্‌ বলেন---

যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করল, কোনো হত্যাকান্ড কিংবা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টির জন্য বিচারে শাস্তি বিধান ছাড়া, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করল। অনুরূপভাবে কেউ যদি একজনের প্রাণ রক্ষা করে, তাহলে সে যেন গোটা মানবজাতিকেই রক্ষা করল। তাদের কাছে আমার রাসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। এর পরও তাদের অধিকাংশই এ পৃথিবীতে সীমালঙ্ঘনকারী হয়ে উঠেছে।” (কুরআন ৫:৩২)।
এখন আপনার কাছে আমার প্রশ্ন বর্তমান সময়ে যে সন্ত্রাস চলছে তার শুরো কবে?
ইতিহাসের দিকে তাকালে দেখি ইজরাইল যখন আরব ভূমি দখল করে সেই তখন থেকেই সন্ত্রাসের শুরো!! নিজ ভূমি আর প্রাণ বাঁচাতে ইয়াসির আরাফাত জংগি সংগঠন করে!! শুরো করে স্বাধীনতা আন্দোলন!
রাশিয়া যখন আফগানিস্তান দখল করে তখন শত্রুর শত্রু আমার বন্ধু নীতি গ্রহন করে আফগানদের হাতে অস্র তুলে দেয় আমেরিকা!! আত্মরক্ষা ও দেশ বাচানোর জন্য জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যাওয়া এই স্বাধীনতাকামীরা পরিচিত হয় তালেবান নামে!!
তেলের জন্য আমেরিকা ইরাক দখল করে নেয় ইতিহাস স্বাক্ষী এপর্যন্ত ২০ লক্ষের উপরে মুসলমানকে হত্যা করা হয়েছে আরো মরছে!! (এরপরে ও আমেরিকা সন্ত্রাসী নয়, কারন তারা মুসলমান নয়)!
ইরাক দখলের পরে তাদের চোখ পরে লিবিয়ার দিকে তাও দখল করে নেয়!!
এরপরে চোখ পড়ে সিরিয়া ও মিশরের দিকে!!
মিশরের বৈধ সরকারকে ষড়যন্ত্র করে পতন ঘটায় হত্যাকরে অসংখ্য মুসলমানকে যারা এই বৈধ সরকারের সমর্থক ছিল!!

আর সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করতে খেলে সবচেয়ে নোংরা খেলা!!
গঠন করে আই এস!! কারন এদের দমনের নামেই তারা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন অবস্থান করতে পারবে!!
তাদের এই হাতের পুতুল সারা পৃথিবীতে হামলা করে ইজরাইল ছাড়া!! অথচ এই ইজরাইল মুসলমানদের জাত শত্রু!! কখনো খেয়াল করেছেন এটি?

এখন আমার প্রশ্ন!!
যেসব মানুষ তাদের পিতা,মাতা,ভাই,বোন পরিজন,বসত ভিটা হারিয়েছে এমনকি দেশ থেকে নির্বাসিত হয়েছে তারা যদি হত্যার প্রতিশোধ নিতে চায় আর সন্তাসের পথ বেছে নেয় তবে দায়ী কে?

আমেরিকা ও তার বন্ধুরা? নাকি মুসলমানরা যারা নিজের প্রিয় বাবা,মা বা কলিজার টুকরা সন্তান হত্যার প্রতিশোধ নিতে চায়?
আপনি একবার কি ভেবে দেখেছেন কেন এবং কতটা হতাশা বা প্রতিশোধ পরায়ন হলে একজন মানুষ নিজেকে বোমা দিয়ে উড়িয়ে অন্যকে হত্যা করতে চায়?
আপনি কি ভেবে দেখেছেন এই মানুষ গুলো একসময় সাধারন আর দশটা মানুষের মতই সাধারন ছিল অথচ আজ নিজেকে বোমা দিয়ে উড়িয়ে অন্যকে হত্যা করছে!! সবচেয়ে দুঃখজন হচ্ছে যার কাছে কিছুই নেই সে সামান্য ছুড়ি নিয়ে বন্দুকের সামনে ঝাঁপিয়ে পড়ছে!!
কেন এতটা প্রতিশোধ পরায়ন হচ্ছে একজন তা কি ভেবে দেখেছেন?
আসলে এইসব ভাববার সময় আপনাদের নাই!!
কারন আপনাদের বিবেক মরে গেছে!!
যদি বিবেক না মরত তাহলে আপনারা একবার হলেও বলতেন --
কেন বার্মায় হাজার হাজার মুসলমানকে শুধু মুসলমান হওয়ার অপরাধে হত্যা করা হল!!
একবার হলেও বলতেন কেন লক্ষ লক্ষ মুসলমানকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হল!!
একবার হলেও বলতেন -
কি অপরাধ ছিল সিরিয়ার সেই পিতামাতা হারা শিশুটির যে ডাস্টবিন থেকে খাবার খেয়েও বাচতে পারলনা!!
এসব আপনারা বলবেননা!! কারন ওরা মুসলমান! আর ওদের হত্যা করা আপনাদের বৈধ অধিকার!!

সবশেষ বলব,
সন্ত্রাসী যে দেশ বা জাতীরই হোক সে সন্ত্রসী! নিদৃষ্ট কিছু পথহারা ভ্রান্ত আকিদার মানুষের সন্ত্রাসের জন্য একটি পুরো জাতীকে সন্ত্রাসী বলা কখনোই যৌক্তিক হতে পারেনা।সাদা চামড়ার লোকদের সন্ত্রাসের জন্য যেভাবে সকল সাদা চামড়ার লোকদের অপরাধী বলা হচ্ছেনা,তেমনি গুটিকতক প্রতিশোধ পরায়ণ লোকের সন্ত্রাসের জন্য সমগ্র মুসলমান জনগোষ্ঠী এবং ইসলামকে দায়ী করা কখনোই গ্রহণযোগ্য হতে পারেনা।


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.