এই পেজ থেকে নেয়াঃ https://www.facebook.com/islam.21century/
প্রশ্নঃ [নাস্তিকের পক্ষ থেকে]
যদি আল্লাহর ডিজাইন নিখুঁতই হয়, তাহলে মানবদেহে অনেকগুলো অপ্রয়োজনীয় অঙ্গ (appendix, tailbone, কানের বহিরাংশ, পুরুষদের স্তনবৃন্ত, আক্কেল দাঁত) থাকার মানে কী???
উত্তরঃ
অপ্রয়োজনীয় অঙ্গ !!!!! হেতে কয় কী !!!!!
নাস্তিকরা যে সাহিত্য আর দর্শনের ছাত্র, সায়েন্সের জ্ঞান রাখে না -
তা আবার প্রমাণিত হল।
এগুলো একটাও অপ্রয়োজনীয় অঙ্গ নয়।
হ্যা, এগুলো ছাড়াও মানুষ বাচত।
সে হিসেবে তো হাত-পা ছাড়াও মানুষ বাচতে পারে।
তাহলে হাত-পা অপ্রয়োজনীয়??
আসুন, এসব প্রত্যঙ্গের কাজ(function) সম্পর্কে একটু ধারনা নিয়ে নি।
অবশ্য এদের কাজ নিয়ে এখনো গবেষণা চলছে।
অদূর ভবিষ্যতে হয়ত আরও জানা যাবে।
Appendix
ভ্রূণ অবস্থায় appendix এ endocrine cells থাকে।
যা বিভিন্ন “জৈব অ্যামিন” ও “হরমোন” উৎপন্ন করে।
এসব অ্যামিন ও হরমোন মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ প্রক্রিয়া
(homeostatic control mechanisms)-কে সহায়তা করে।
জন্ম থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত এই appendix কাজ করে lymphoid organ হিসেবে
যা রক্তের শ্বেতরক্তকণিকা(শরীরের সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান) ও immunoglobulin A নামক এন্টিবডি উৎপাদন করে।
এছাড়াও, appendix এর অভ্যন্তরে জমা থাকে অনেক উপকারী ব্যাকটেরিয়া
যা ডায়রিয়াসহ হজমের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে।
Coccyx / Tailbone
এটা হচ্ছে মেরুদন্ডের নিম্নপ্রান্তে অবস্থিত ছোট হাড় বিশেষ যা বিভিন্ন ধরনের muscle, ligament ও tendon সংযোগস্থল ও ধারক হিসেবে কাজ করে।
আমরা যখন বসে থাকি তখন আমাদের ভারের কিছু অংশ বহন করে এই tailbone.
External Ear
কানের বহিরাংশ differential amplifier এবং directional amplifier হিসেবে কাজ করে।
শব্দ তরঙ্গের জন্য একে একটা চমৎকার আন্টেনা বলা চলে।
শব্দের উৎস কোন দিকে, কত দূরত্বে আছে তা নির্ণয় করতে সাহায্য করে।
শুধু তাই নয়, এটা শব্দকে ফিল্টার করে যথাসমম্ভব শ্রবন উপযোগী করে তোলে। কানের এই গুরুত্বপূর্ণ অংশ ব্যবহার ছাড়াই ইয়ারফোন, হেডফোন প্রভৃতি ব্যবহারের মাধ্যমে আজকাল শ্রবণশক্তি হারানো, উচ্চরক্তচাপসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে।
পুরুষদের স্তনবৃন্ত
নারীদের মত পুরুষদেরও স্তনবৃন্ত যৌন উদ্দীপক হিসেবে কাজ করে। পার্থক্যের কারণ হল- স্নায়ুতন্ত্রের সক্রিয়তা ও হরমোনের কম-বেশ।
আক্কেল দাঁত
সাধারণত ১৩ বছরের পূর্বে মানুষের “মোলার দাঁত”
(চিবানোর জন্য ব্যবহৃত চ্যাপ্টা ও খাট দাঁত) থাকে
২টি করে চার প্রান্তে মোট ৮টি।
পরে অধিকাংশের ক্ষেত্রে প্রত্যেক প্রান্তে ১টি করে
আরও ৪টি মোলার দাঁত বের হয়।
একেই মানুষ নাম দিয়েছে আক্কেল দাঁত।
যৌবনের শুরুতে মানুষের শারীরিক বৃদ্ধি ঘটলেও
সে হারে দাঁতের বৃদ্ধি হয় না।
তাই, প্রশস্ততর চোয়ালের শেষে অতিরিক্ত এই মোলার দাঁতের জন্য যায়গা হয় ।
এটা অন্য মোলার দাতের মতই কাজ করে। ফলে চিবানোর ক্ষমতা বাড়ে।
সুতরাং মানবদেহে “অপ্রয়োজনীয় অঙ্গ” বলে কিছু নেই।
বি.দ্র.
এরপরও কেউ যদি এসব অঙ্গকে অপ্রয়োজনীয় বলে,
তাহলে অপারেশন করে তাদের এসব অঙ্গ প্রত্যঙ্গ তুলে ফেলার
সব হসপিটাল খরচ এই পেজের এডিমিন মহোদয় বহন করবেন।

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.