Visitors

Tuesday, 27 August 2019

পায়ুপথে বায়ু নিঃসরণ হলে তো পায়ুপথ ধৌত করা উচিৎ কিন্ত তা না করে হাত-মুখ ধৌত করার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি?

অভিযোগ: পায়ুপথে বায়ু নিঃসরণ হলে মুসলমানের পবিত্রতা ভঙ্গ হয়, নামাজ বা কোরান ছোঁয়া যায় না। তখন হাত-মুখ ধৌত করে ওযু করার পর পুনরায় পবিত্রতা ফিরে পাওয়া যায়। ইসলাম বিজ্ঞান ভিত্তিক ধর্ম হেতু এসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চয় আছে। কিনতু আমার প্রশ্ন হল, পায়ুপথে বায়ু নিঃসরণ হলে তো পায়ুপথ ধৌত করা উচিৎ কিন্ত তা না করে হাত-মুখ ধৌত করার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি?

জবাব: অজু এটা শুধু সুন্নত নয়, নামায ও কোরআন শরীফ ধরার জন্য অযু করা করতে হয়। নামায পড়ার জন্য অযু করা শর্ত। শরীরের যে অঙ্গগুলো কাপড়ের বাইরে থাকে, যেমন হাত, মুখমন্ডল, পা, টাখনু পর্যন্ত। অযুতে এসব যায়গা ধুতে হয়। ফলে এগুলো রোগজীবাণুমুক্ত হয়। এছাড়া ধোয়ার সময় এ সকল স্থানের স্নায়ু (Nerve) ও উপশিরা (Capillary) গুলো ঠান্ডা হয় যাতে রক্তের স্পন্দন সহজ হয়। গর্দান মাসেহের দ্বারা মস্তিষ্ক ঠান্ডা ও স্থির থাকে। এমনিভাবে দৈনিক পাঁচবার অযু করলে স্বাভাবিকভাবে শরীরে জীবাণু থাকতে পারে না।

সুতরাং অজু করলে আপনার মানুষিকতা চেঞ্জ করে আপনার মনকে আল্লাহর দিকে পুনঃরায় ফিরিয়ে আনতে পারবেন। এতে আর কোনো প্রতিবন্ধকতা থাকবেনা যদিও সেটা পায়ুপথে বায়ু নিঃসরণ হলে মানুষিকতার একটা পরিবর্তন আসে।

এইবার আপনার কাছে প্রশ্ন :

১/ বিজ্ঞান পৃথিবীর অভ্যন্তরীণ ব্যাপার কতটুকু আবিষ্কার করতে পেরেছে অথবা রিসার্চ করে কতটুকু জানতে পেরেছে? পারসেন্টিস কত!

২/ মানুষ পায়ে ব্যথাহত হলে কেনো মুখ দিয়ে ওষুধ সেবন করেন?


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

তথ্য সত্য মুক্তি প্রগতি

তথ্য সত্য মুক্তি প্রগতি কুরআনে বিস্ময়!যে বিস্ময় ভাবনাতে ও আসেনা। ★ আজ দেখব,সূরা আসহাবে কাহফ হতে, সূরা,আয়াত,ঘটনা বর্ণনা,বর্ণিত শব্দের...